ধন ধান্য পুষ্প ভরা, আমাদের এই বসুন্ধরা

ধন ধান্য পুষ্প ভরা, আমাদের এই বসুন্ধরা,
তাহার মাঝে আছে দেশ এক সকল দেশের সেরা,
ওসে স্বপ্ন দিয়ে তৈরী সেদেশ স্মৃতি দিয়ে ঘেরা।
এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি,
সকল দেশের রানী সেযে আমার জন্মভূমি,
সেযে আমার জন্মভূমি, সেযে আমার জন্মভূমি।

চন্দ্র সূর্য গ্রহ তারা, কোথায় উজান এমন ধারা,
কোথায় এমন খেলে তড়িৎ, এমন কালো মেঘে,
ও তার পাখির ডাকে ঘুমিয়ে পড়ে পাখির ডাকে জেগে।
এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি,
সকল দেশের রানী সেযে আমার জন্মভূমি,
সেযে আমার জন্মভূমি, সেযে আমার জন্মভূমি।

এতো স্নিগ্ধ নদী তাহার, কোথায় এমন ধূম্র পাহাড়,
কোথায় এমন হরিৎ ক্ষেত্র আকাশ তলে মেশে,
এমন ধানের উপর ঢেউ খেলে যায়, বাতাস তাহার দেশে।
এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি,
সকল দেশের রানী সেযে আমার জন্মভূমি,
সেযে আমার জন্মভূমি, সেযে আমার জন্মভূমি।

পুষ্পে পুষ্পে ভরা শাখী, কুঞ্জে কুঞ্জে গাহে পাখি,
গুঞ্জরিয়া আসে অলি, পুঞ্জে পুঞ্জে ধেয়ে,
তারা ফুলের উপর ঘুমিয়ে পড়ে ফুলের মধু খেয়ে।
এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি,
সকল দেশের রানী সেযে আমার জন্মভূমি,
সেযে আমার জন্মভূমি, সেযে আমার জন্মভূমি।

ভাইয়ের মায়ের এতো স্নেহ, কোথায় গেলে পাবে কেহ,
ও মা তোমার চরণ দুটি বুকে আমার ধরি,
আমার এই দেশেতে জন্ম যেন এই দেশেতে মরি।
এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি,
সকল দেশের রানী সেযে আমার জন্মভূমি,
সেযে আমার জন্মভূমি, সেযে আমার জন্মভূমি।

(দ্বিজেন্দ্রলাল রায়)

বাঙালি নাকি মুসলিম বাঙালি

অবস্থানঃ
প্রাচীন গঙ্গা-ব্রহ্মপুত্র নদীর অববাহিকায় বসবাসকারিদের বর্তমানকালে বাঙালি জাতি হিসেবে চিহ্নিত করা হয়। ভৌগোলিকগত ভাবে চিন্তা করে বঙ্গকে ৫টি অঞ্চলে ভাগ করা হয়ে থাকে।

উত্তর বঙ্গঃ যমুনা নদীর পশ্চিমাংশ, এবং পদ্মা নদীর পূর্বে বসবাস রত বাঙালিদের অঞ্চলকে উত্তরবঙ্গ বলা হয়ে থাকে। বর্তমান সময়ের বাংলাদেশের রাজশাহী বিভাগ , রংপুর বিভাগ এবং পশ্চিম বঙ্গ রাজ্যের জলপাইগুড়ি বিভাগ এই অঞ্চলের অন্তর্গত।

Continue reading “বাঙালি নাকি মুসলিম বাঙালি”

রমজান মাসে রক্ত দেয়া

দ্বিতীয় রোজার দিন আমার কলেজ ফ্রেন্ড তরুণ কল দিল এবং বলল আমার রক্ত দেয়া লাগবে। আমি বললাম দিতে পারব। কথা বলে জানতে পারলাম রক্ত লাগবে তরুন এর খালাতো বোনের এবং এর জন্য আমাকে যেতে হবে উত্তরা দক্ষিনখান। আমাকে নিয়ে যাবে তরুন এবং রাতে আমাদের সেখানে থাকতে হবে।

Continue reading “রমজান মাসে রক্ত দেয়া”